চট্টগ্রাম •
চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানার এক মাদক মামলায় দুজনকে ১১ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
সোমবার বিকেলে চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞার আদালত এ রায় ঘোষণা করেন।
দণ্ডিতরা হলেন- কক্সবাজারের টেকনাফ উপজেলার সারবং আলীর ডেইল এলাকার সৈয়দ হোসেন ও একই এলাকার আলী আহাম্মদ।
বিষয়টি নিশ্চিত করে আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ বলেন, মাদক মামলায় সৈয়দ হোসেন ও আলী আহাম্মদ নামে দুজনকে ১১ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। এর মধ্যে সৈয়দ হোসেনকে ছয় বছর ও আলী আহাম্মদকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাদের পাঁচ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ছয় মাস করে কারাদণ্ড দেওয়া হয়। তবে দুজনই জামিন নিয়ে পলাতক রয়েছেন।
২০১৩ সালের ৪ জুন কোতোয়ালি থানার কাজীর দেউড়ি ভিআইপি টাওয়ারের সামনে থেকে ৫০০ ইয়াবাসহ দুজনকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।
এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়। একই বছরের ২৬ জুন ওই মামলায় তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। এরপর অভিযোগ গঠন করে চারজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দেয়।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-