বিশেষ প্রতিবেদক •
কলিম উল্লাহ (৩৮) মুহিব উল্লাহ প্রকাশ মুসা (৩২) ও মুফিজ আলম (৪২)। তাদের বিরুদ্ধে রয়েছে হত্যা, মানব পাচার, মাদক ও বন সহ সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগে বহু মামলা। এখন তার ইয়াবা সিন্ডিকেটের গডফাদার। মূর্তিমান আতংক হিসেবে নিয়ন্ত্রণ করছেন পুরো মাদকের ব্যবসা। গড়ে তুলেছে অপরাধের সাম্রাজ্য ।
উখিয়া উপজেলার জালিয়া পালং ইউনিয়নের লম্বরী পাড়া গ্রাম হচ্ছে ক্রাইমের আস্তানা। এক সময় সমুদ্র পথে মানব পাচারের ট্রানজিট পয়েন্ট ছিল। তখন ট্রলার বা ফিশিং বোট দিয়ে মানব পাচার সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতো লম্বরী পাড়া গ্রামের আলী আকবরের পুত্র কলিম উল্লাহ ভাই মুহিব উল্লাহ প্রকাশ মুসা ও মৃত সালা আহমদের পুত্র মুফিজ আলম। ওই সময়ে মানব পাচারের গডফাদার হিসেবে পুলিশের খাতায় তারা ছিল মোষ্ট ওয়েন্টেড । থানায় মামলাও হয় তাদের বিরুদ্ধে। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর চুখে ধুলা দিয়ে এলাকায় ধাবিয়ে বেড়াচ্ছিল।
হালের পরিবর্তনের সাথে সাথে ইয়াবা ব্যবসার সাথে জড়িত হয়ে পড়ে তারা। সড়ক ও নদী পথে ইয়াবার চালান পাচার করে রাতারাতি কালো টাকার মালিক বনে গেছে। এক সময়ের সিএনজি ড্রাইভার মুফিজ বহুতল ভবণের মালিক। সরকারি বন বিভাগের বিপুল পরিমাণ জায়গা জবর দখল করে রেখেছে। তার বিরুদ্ধে বন বিভাগ পর পর ২ টি মামলাও করছে। কিন্তু পেশিশক্তির কাছে হার মানছে বন বিভাগ।
ইয়াবার গডফাদার কলিম উল্লাহ হয়ে উঠেছে মূর্তিমান আতংক। তার বিরুদ্ধে হত্যা ও মানব পাচারের মামলা রয়েছে। রুমখা চৌধুরী পাড়ার গ্রামের সুপারী ব্যবসায়ী ফজলুল হককে প্রকাশ্যে হত্যা করে কলিম উল্লাহ বাহিনী। যার হত্যা মামলা নম্বর জিআর ১৬৪। এ ছাড়াও তার বিরুদ্ধে মানব পাচার মামলা রয়েছে। নম্বর জিআর ১০/২০। বর্তমানে অপরাধ জগতে জড়িত হয়ে ২ টি বহুতল ভবণ সহ বিপুল পরিমাণ জায়গার মালিক তিনি। লম্বরী পাড়ায় পুরো মাদকের ব্যবসা নিয়ন্ত্রণ করছে কলিম উল্লাহ । গত ২১ মার্চ র্যাব উখিয়ার রুমখা মনির মার্কেট এলাকায় অভিযান চালিয়ে ৫০ হাজার ইয়াবা জব্দ করে। থানায় দায়ের কৃত মামলায় কলিম উল্লাহকে ২ নম্বর আসামী করে র্যাব। এ ছাড়াও স¤প্রতি কলিম উল্লাহর ভাইপো জুনাইদকে ১০ হাজার ইয়াবা সহ গ্রেপ্তার করে র্যাব।
সচেতন নাগরিক সমাজের অভিমত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রকাশ্য বা গোপনে তদন্ত করলে মাদক ও মানব পাচার করে অবৈধ কালো টাকায় কি পরিমাণ সম্পদের পাহাড় গড়ে তুলেছে তা বেরিয়ে আসবে।
এলাকাবাসীর সাথে কথা বলে জানা গেছে , কলিম উল্লাহ , মুহিব উল্লাহ প্রকাশ মুসা ও মুফিজ পুরো এলাকা জুড়ে এক ভয়ংকর নাম। সহজে কেউ তাদের নাম ধরে না। রয়েছে সন্ত্রাসী বাহিনী । তাদেরকে গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা একাধিক বার অভিযান চালিয়েছে। কিন্তু বার বার অভিযান নিস্ফল হয়ে খালি হাতে ফিরে আসতে হচ্ছে ।
থানার পুলিশ বলেছে ইয়াবা কারবারি ও অপরাধী যতশক্তিশালী হউক না কেন কাউকে ছাড় দেয়া হবে না। এক দিন না একদিন পুলিশের জালে আটক হবেই।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-