নিজস্ব প্রতিবেদক •
বিশ্বের সাথে তালমিলিয়ে আন্তর্জাতিক মানের মোবাইল ফোন গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে বিভিন্ন ব্যান্ডের মোবাইল ফোন নিয়ে উখিয়ার ব্যস্ততম স্টেশন কোটবাজারে যাত্রা শুরু করলো সাফা টেলিকম।
পহেলা এপ্রিল পবিত্র জুমার নামাজ শেষে কোটবাজার চৌধুরী মার্কেটের দ্বিতীয় তলায় উক্ত মোবাইল শপের শুভ উদ্বোধন করেন কোটবাজার দোকান মালিক সমবায় সমিতির সভাপতি আলহাজ্ব আবু ছিদ্দিক সওদাগর।
এসময় সাথে ছিলেন, কোটবাজার দোকান মালিক সমবায় সমিতির সহ সভাপতি খুরশেদ আলম বাবুল, সাধারণ সম্পাদক আবদুর রহমান, সাবেক সভাপতি দেলোয়ার হোসাইন, পরিচালনা কমিটির সদস্য ও আম্মাজান কফি হাউজের সত্বাধিকারী সাইফুপ ইসলাম, মোঃ বেলাল উদ্দিন, রাজ গিফট এন্ড ও স্পোর্টস জোনের সত্বাধিকারী শরিফ মাহমুদ শাহজাদা, মারিয়া মোবাইল ক্লিনিকের সত্বাধিকারী মোঃ নুরুল হক, তাহিয়া মোবাইলের শপের সত্বাধিকারী জাহিদুল আলম জাহিদ, মলিয়া এন্টারপ্রাইজের সত্বাধিকারী মনজুর আলমসহ অন্যান্যরা।
উক্ত মোবাইল শপে ভিভো, অপ্পো, স্যামসাং, হুয়াই, নকিয়া, এম আই, রিয়েল মি, ওয়ালটন, শাওমি, আইটেল, ইনফিনিক্স, টেকনো সহ বিভিন্ন কোম্পানির বিভিন্ন মডেলের উন্নতমানের মোবাইল সেট সহ ফিচার বা বার ফোন, মোবাইল এক্সেসরিজ, হেডফোন, চার্জার, ওয়্যারলেস হেডফোন, এয়ার বার্ডস, পাওয়ার ব্যাংক, ব্লুটুথ ওয়ারলেস স্পিকার, ওয়াইফাই রাউটার, মোবাইলের কাভার সহ বিভিন্ন সামগ্রী সূলভ মূল্য পাওয়া যাবে।
এসময় কোটবাজার দোকান মালিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক আবদুর রহমান তাঁর প্রতিক্রিয়ায় বলেন,এই প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ছোট ভাই মিজান গ্রাহকের দ্বার প্রান্তে পৌঁছে দেওয়ার জন্য ইলেকট্রনিক্স এন্ড মোবাইল ডিভাইসের জন্য সাফা টেলিকম চালু করেছেন। আমি তাঁর এই মহৎ উদ্যোগ এবং ব্যবসায়ীক সফলতা কামনা করি।
সাফা টেলিকমের স্বত্বাধিকারী মোঃ মিজান বলেন, আধুনিক ও উন্নতমানের মোবাইল ফোন উখিয়ার প্রত্যন্ত অঞ্চলের মানুষের মাঝে পৌঁছে দেওয়ার লক্ষ্য তাঁর এ ক্ষুদ্র প্রয়াস, তিনি আরও বলেন, বিভিন্ন ব্যান্ডের মোবাইল ফোন সহ মোবাইলের সবরকম এক্সেসরিজ সহ ওয়াই-ফাই রাউডার সহ বিভিন্ন ইলেকট্রনিকস্ ডিভাইসও থাকবে এ মোবাইল শপে। উদ্বোধন উপলক্ষে গ্রাহকদের জন্য থাকছে আকর্ষণীয় উপহার সহ ডিসকাউন্ট।
তিনি সাফা টেলিকমে সবাইকে আমন্ত্রণ জানান এবং ব্যবসায়ীক সফলতার জন্য সকলের দোয়া করেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-