ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং অংশে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দম্পতি নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩১ মার্চ) বিকেল ৫টায় বুড়িচং অংশের কুমিল্লার আদর্শ সদরের বেলতলী এলাকা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
সড়কের পাশে মোটরসাইকেলসহ পড়েছিল স্বামী-স্ত্রীর মরদেহ
বাহার রায়হান
নিহতরা হলেন- জেলার দাউদকান্দি উপজেলার কুশিয়ারা গ্রামের নাসির উদ্দীন (৫২) ও তার স্ত্রী শরিফা বেগম (৪২)।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দীন জাহাঙ্গীর এ তথ্য জানান।
স্থানীয়দের বরাতে ওসি বলেন, বিকেল ৫টার দিকে স্থানীয় লোকজন ঢাকাগামী লেনের পাশে একটি মোটরসাইকেলসহ একজন পুরুষ ও একজন নারীকে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তারা সম্পর্কে স্বামী-স্ত্রী। আমরা ধারণা করছি, মোটরসাইকেলটিকে কোনো গাড়িচাপা দিয়ে চলে গেছে। তবে কোন গাড়ি চাপা দিয়েছে, তা এখনো শনাক্ত করা যায়নি।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-