এ কে এম ইকবাল ফারুক,চকরিয়া •
কক্সবাজারের চকরিয়ায় ১০ হাজার পিস ইয়াবাসহ খায়রুল বশর (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত খাইরুল বশর টেকনাফ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের নতুন পল্লান পাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে।
পরে তার দেখানো তথ্যমতে একটি কারের টায়ারের টিউবের ভেতর থেকে উদ্ধার করা হয় ৫০ প্যাকেট ইয়াবা। যার মধ্যে প্রতি প্যাকেটে ২০০ পিস করে সর্বমোট ১০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। এ সময় ইয়াবা পাচার কাজে ব্যবহৃত প্রাইভেট কারটি জব্দ করা হয়।
বৃহস্পতিবার (৩১ মার্চ) দুপুর ১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার লক্ষ্যারচর ইউনিয়নের জিদ্দাবাজার এলাকায় চকরিয়া থানার একদল পুলিশ অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার ও পাচারকারিকে গ্রেপ্তার করে। তবে এসময় প্রাইভেট কারের চালক কৌশলে পালিয়ে যাওয়ায় তাকে আটক করতে পারেনি পুলিশ।
কক্সবাজারের সিনিয়র সহকারি পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) মো. তফিকুল আলম, চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী, ও অপারেশন অফিসার রাজীব চন্দ্র সরকারসহ বিপুল সংখ্যক পুলিশ এ অভিযানে অংশ নেয়।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, টেকনাফ থেকে বিপুল পরিমানের একটি ইয়াবার চালান চকরিয়া হয়ে চট্টগ্রামে পাচার হওয়ার গোপন সূত্রে খবর পেয়ে বিষয়টি ঊর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়।
পরে ঊর্ধতন কর্তৃপক্ষের নির্দেশনা মতে মহাসড়কের জিদ্দাবাজার এলাকায় একটি প্রাইভেট কার থামিয়ে অভিযান চালানো হয়। এ সময় খাইরুল বশর নামে এক যুবককে গ্রেপ্তারের পর তার দেয়া তথ্য মতে একটি কারের টায়ারের টিউবের ভেতর থেকে ৫০ প্যাকেট ইয়াবা উদ্ধার করা হয়। যার মধ্যে প্রতি প্যাকেটে ২০০ পিস করে সর্বমোট ১০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। এ সময় ইয়াবা পাচার কাজে ব্যবহৃত প্রাইভেট কারটি জব্দ করা হয়। তবে প্রাইভেট কারের চালক কৌশলে পালিয়ে যাওয়ায় তাকে আটক করতে পারেনি পুলিশ।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-