পৃথক অভিযানে অর্ধলক্ষ পিস ইয়াবাসহ চারজনকে গ্রেফতার করেছে ৮এপিবিএন

ইমরান আল মাহমুদ,উখিয়া:
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পৃথক অভিযান চালিয়ে ৪৯হাজার ২০ পিস ইয়াবাসহ চারজনকে গ্রেফতার করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন(এপিবিএন)।

বুধবার(৩০ মার্চ) বিষয়টি নিশ্চিত করেন ৮এপিবিএন কমান্ডিং অফিসার মোহাম্মদ সিহাব কায়সার খান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পানবাজার পুলিশ ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরান হোসেনের নেতৃত্বে এপিবিএন সদস্যরা ক্যাম্প-৮ ইস্টের রোহিঙ্গা দিল মোহাম্মদ এর বসতঘরে অভিযান চালিয়ে ৯ হাজার ২০পিস ইয়াবাসহ তিনজন রোহিঙ্গা কে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃতরা হলেন ক্যাম্প-৮ ইস্ট বি-২৬ ব্লকের গুরা মিয়ার ছেলে দিল মোহাম্মদ(৩২), জামালের ছেলে নুরুল্লাহ(২৮) ও আব্দুর রহিমের ছেলে মনজুর আলম(৩৫)।

একইদিন রাত ৯টায় ক্যাম্প-৮ ইস্টে অভিযান চালিয়ে ৪০হাজার পিস ইয়াবাসহ একই ক্যাম্পের বি-২৮ ব্লকের রোহিঙ্গা আমির হোসেন(৪০) কে গ্রেফতার করতে সক্ষম হয়। অভিযানের নেতৃত্ব দেন ৮এপিবিএন অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরান হোসেন। তিনি জানান,রোহিঙ্গা ক্যাম্পে অপরাধ নিয়ন্ত্রণে ৮এপিবিএন কঠোর অবস্থানে রয়েছে। যার ফলে সন্ত্রাসী কার্যক্রম হ্রাস পেয়েছে। ক্যাম্পে যেকোনো অপ্রীতিকর ঘটনা রোধে ৮এপিবিএন সজাগ রয়েছে বলে জানান তিনি।

গ্রেফতার আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান তিনি।

আরও খবর