আ’লীগে মাদক সংশ্লিষ্ট ব্যক্তিদের স্থান নেই: টেকনাফে মুজিব

গিয়াস উদ্দিন ভুলু, কক্সবাজার জার্নাল :


বাংলাদেশ আওয়ামীলীগ টেকনাফ উপজেলা শাখার আসন্ন সম্মেলন কে বাস্তবায়ন করার লক্ষ্যে বর্ধিত সভা অনুষ্টিত হয়েছে।

উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান।

বিশেষ অতিথি যথাক্রমে, উখিয়া-টেকনাফের আগামী সম্মেলন বাস্তবায়ন ও সাংগঠনিক ‘টিম প্রধান’ রাজা শাহ আলম চৌধুরী। জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রেজাউল করিম, এ্যাডভোকেট আয়াছুর রহমান, যুগ্ন-সম্পাদক এ্যাডভোকেট রনজিৎ দাশ,সাবেক সাংসদ আব্দুর রহমান বদি, ত্রান বিষয়ক সম্পাদক এইচ এম ইউনুছ বাঙ্গালী, সদস্য বদরুল হাসান মিলকী,
মিজানুর রহমান।

২৮ মার্চ বিকালে টেকনাফ পাইলট উচ্চবিদ্যালয়ে উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাষ্টার জাহেদ হোসেনের সভাপতিত্বে বর্ধিত সভাটি অনুষ্টিত হয়। সভা পরিচালনা করেন, অত্র উপজেলার সাধারন সম্পাদক নুরুল বশর।

সভার শুরুতেই পৌরসভা ও ইউনিয়ন থেকে আগত তৃনমুল আওয়ামীলীগের নেতাদের পাল্টাপাল্টি অভিযোগে সভাস্থল গরম হয়ে উঠে।

এরপর প্রধান অতিথির বক্তব্যে মেয়র মুজিবুর রহমান তৃনমুল নেতাদের পাল্টাপাল্টি অভিযোগ গুলো কঠোর হস্তে সমাধান করার আশ্বাস দেন।

তিনি নেতা কর্মীদের হুশিয়ারি উচ্চারন করে বলেন, আগামী প্রজন্মকে মাদকের আগ্রাসন থেকে রক্ষা করতে হলে সঠিক তদন্তের মাধ্যমে অত্র এলাকায় মাদক ব্যবসায় জড়িত ব্যাক্তিদের চিহ্নিত করে তালিকা তৈরী করার জন্য নির্দেশ প্রূদান করেন।
পাশাপাশি আসন্ন সম্মলনে মাদক সংশ্লিষ্ট ব্যাক্তি ও অন্য দল থেকে আসা হাইব্রিড ক্ষ্যাত ব্যাক্তিদের সংগঠনে না রাখার জন্য নির্দেশও প্রদান করেন।

আরও খবর