ইমরান আল মাহমুদ:
উখিয়ার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি ব্যাচ-২০১৮ এর মিলনমেলা সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার(২৪ মার্চ) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত মিলনমেলায় প্রধান অতিথি ছিলেন রত্নাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন,”পালং আদর্শ উচ্চ বিদ্যালয় দক্ষিণ কক্সবাজারের স্বনামধন্য একটি বিদ্যালয়। এ বিদ্যালয়ের ছাত্ররা বর্তমানে দেশ বিদেশে বিভিন্ন উচ্চ পদস্থ কর্মকর্তা হিসেবে নিয়োজিত রয়েছে। ঠিক তেমনই এসএসসি-১৮ ব্যাচের সবাইকে আদর্শ জাতি গড়ার জন্য নিজেদের প্রতিষ্ঠিত করে তুলতে হবে। সবার জন্য সবসময় সহযোগিতা থাকবে।”
মিলনমেলায় বিশেষ অতিথির বক্তব্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিমুল এহসান মানিক বলেন,”দেশ,জাতি ও সমাজ গঠনে শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে। তুমরাই আগামীর বাংলাদেশ। সুশিক্ষিত হয়ে সমাজে শিক্ষার আলো ছড়িয়ে আদর্শ জাতি গঠনে ভূমিকা রাখবে সে প্রত্যাশা।”
এসময় আরও বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির সদস্য ও রত্নাপালং ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য আবুল হাসনাত চৌধুরী,সাকের উদ্দিন, যুবনেতা আজফার সাবিত চৌধুরী,বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা সহ অন্যান্যরা।
অনুষ্ঠান সঞ্চালনা করে এসএসসি ব্যাচ-১৮ এর শিক্ষার্থী গিয়াস উদ্দিন, তাসফিয়া ইসলাম ইলা,জাহেদ হাসান,কাইছার।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-