আবারও সক্রিয় হয়ে উঠেছে মানবপাচারকারী চক্র

মালয়েশিয়া পাচারকালে ৫৭ রোহিঙ্গা উদ্ধার, দালালসহ আটক ৩

এম.এ আজিজ রাসেল •


আবারও সক্রিয় হয়ে উঠেছে মানবপাচারকারী চক্র। এবার মালয়েশিয়া পাচারকালে বঙ্গোপসাগরের টেকনাফ উপকূল থেকে ৫৭ জন নারী শিশুসহ রোহিঙ্গাকে উদ্ধার করেছে র‍্যাব। এ সময় তাদের পাচারে জড়িত দুই দালাল ও স্থানীয় একজনকে আটক করা হয়েছে।

শুক্রবার (২৫ মার্চ) ভোরে টেকনাফের বাহারছড়া উপকূল থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে নারী, পুরুষ ও শিশু রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার র‍্যাব-১৫-এর উপ-অধিনায়ক তানভীর হাসান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বাহারছড়ার শামলাপুর চ্যানেল থেকে ৫৪ রোহিঙ্গা, দুই দালাল ও স্থানীয় একজনকে আটক করা হয়। এ সময় তাদের ব্যবহৃত ট্রলারটি জব্দ করা হয়।

উদ্ধার হওয়া রোহিঙ্গাদের বরাতে তিনি বলেন, মূলত দালাল চক্রের ফাঁদে পড়ে সমুদ্র পাড়ি দিয়ে মালয়েশিয়া যাওয়ার পরিকল্পনা ছিল এসব রোহিঙ্গাদের। খবর পেয়ে তাদের উদ্ধার করা হয়।

আরও খবর