উখিয়ায় যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত

ইমরান আল মাহমুদ:
কক্সবাজারের উখিয়ায় যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত হয়েছে।

শুক্রবার (২৫ মার্চ) সকাল ১১টায় দিবসটি উপলক্ষে উখিয়া উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ইমরান হোসাইন সজীব’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী।

তিনি বলেন,”২৫ মার্চ ছিলো বলেই ২৬ মার্চ বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছিলো। মুক্তি আদায়ের সংগ্রামে ঐক্যবদ্ধ জনতাকে পাকিস্তানিরা হত্যা করেছিলো। যেখান থেকে বঙ্গবন্ধু সমগ্র বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ হয়ে যুদ্ধ করার ঘোষণা দিয়ে দীর্ঘ নয় মাস যুদ্ধের মাধ্যমে স্বাধীন করেছিলো। ১৯৭১ সালের ২৫ মার্চ বাঙালি জাতির উপর ঝাঁপিয়ে পড়েছিলো সশস্ত্র পাকিস্তানি হানাদার বাহিনী। যা গণহত্যা দিবস নামে ঘোষণা করা হয়। আগামীর প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে বঙ্গবন্ধুর সোনার বাংলা সোনার দেশ গড়ার প্রতিজ্ঞা করতে হবে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসাইন সজীব বলেন,”১৯৭১ সালের ২৫ মার্চ কালো রাতে পাকিস্তানি হানাদার বাহিনী নিরীহ বাঙালি জাতির উপর ঝাঁপিয়ে পড়েছিলো। কালো রাতে নিহত বাঙালিদের ত্যাগের বিনিময়ে এদেশ স্বাধীন হয়েছিলো। সেদিন নিহত শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি।”

আলোচনা সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, মুক্তিযোদ্ধাবৃন্দ,সাংবাদিক, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা সঞ্চালনা করেন মেধু বড়ুয়া।

আরও খবর