আবদুল্লাহ আল আজিজ, কক্সবাজার জার্নাল •
পবিত্র রমজানকে সামনে রেখে গরীব অসহায় মানুষের মাঝে সরকারের বিশেষ উদ্যোগে ফ্যামিলি কার্ডে টিসিবি’র পণ্য বিতরণ শুরু হয়েছে।
রবিবার (২০ মার্চ) সকাল ১১টায় সারাদেশের ন্যায় উখিয়ায় রত্নাপালং ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান নুরুল হুদার সভাপতিত্বে উপজেলার ১৬ হাজার ৪শ ৪৭ জনের মাঝে টিসিবি’র এসব পণ্য ভর্তুকি মূল্যে সরকারের পক্ষ থেকে বিতরণের শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হামিদুল হক চৌধুরী।
রত্নাপালং ইউনিয়ন পরিষদের সচিব আবু সুফিয়ানের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ইমরান হোসাইন সজীব, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী,জেলা আওয়ামী লীগ নেতা আবুল মনসুর চৌধুরী, সাবেক ইউপি চেয়ারম্যান খাইরুল আলম চৌধুরী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আল মামুন।
অনুষ্ঠান শেষে টিসিবি’র পণ্য হিসেবে চিনি, মশুর ডাল,সয়াবিন তেল বিতরণ করা হয়।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসাইন সজীব বলেন, উখিয়ার ৫টি ইউনিয়নে ১৬ হাজার ৪৪৭ জন নিম্ন আয়ের মানুষ ভর্তুকিমূল্যে ফ্যামেলি কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য ক্রয়ের সুযোগ পাবে। আজ প্রথম দিনে রত্নাপালং ইউনিয়নের ১৭৮৬ জন, সোমবার হলদিয়াপালং ইউনিয়নে ৩৭৬৪, মঙ্গলবার জালিয়াপালং ইউনিয়নে ৩৭৭৯, বুধবার রাজাপালং ইউনিয়নে ৪৫১৩ ও বৃহস্পতিবার পালংখালী ইউনিয়নে ২৬০৫ পরিবারের মাঝে ন্যায্যমূল্যের টিসিবি পণ্য বিক্রি করা হবে এবং পণ্য বিক্রিতে অনিয়ম প্রতিরোধে সক্রিয় থাকবে ভ্রাম্যমান আদালত।
টিসিবি থেকে এই পণ্য ক্রয় করলে বাজারে এসব পণ্যের দাম কমে আসবে বলে মনে করেন ইমরান হোসাইন সজীব।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-