বলাৎকারের অভিযোগে এসআই প্রত্যাহার

ডেস্ক রিপোর্ট •

রংপুরের পীরগাছা থানার উপ পরিদর্শক (এসআই) স্বপন কুমার রায়ের বিরুদ্ধে বিকৃত যৌনাচার ও বলাৎকারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ সুপারের নির্দেশে বৃহস্পতিবার রাতে তাকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে।

পীরগাছা থানা পুলিশ সূত্রে জানা যায়, নীলফামারীর ডিমলা উপজেলার বাসিন্দা এসআই স্বপন কুমার রায় পীরগাছা থানায় কর্মরত ছিলেন। বৃহস্পতিবার দিনের যেকোনো এক সময় বলাৎকারের শিকার হন পীরগাছা সদর ইউনিয়নের শুকানপুকুর গ্রামের ভ্যান চালক (৫০)। এ ঘটনার এক সপ্তাহ আগে ওই পুলিশ কর্মকর্তার বলাৎকারের শিকার হন এক নৈশ্য প্রহরী (৫৫)।

বৃহস্পতিবার রাতে ওই দুই ভুক্তভোগী ভ্যানে করে পীরগাছা থানায় আসেন এবং মৌখিকভাবে এসআই স্বপনের বিরুদ্ধে বলাৎকালের অভিযোগ করেন। এ ঘটনায় ভ্যানচালক বেশি অসুস্থ হয়ে পড়লে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনা জানাজানি হলে রংপুরের সচেতন মহলে নিন্দা ও সমালোচনার ঝড় উঠে।

পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরেস চন্দ্র জানান, বৃহস্পতিবার রাতে পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরীর নির্দেশে অভিযুক্ত এসআইকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আরও খবর