নিজস্ব প্রতিবেদক •
কক্সবাজারের টেকনাফে ১৮ হাজার ইয়াবাসহ এক রাখাইন যুবককে আটক করেছে র্যাব-১৫ ।
শুক্রবার (১৮ মার্চ) সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার হ্নীলার চৌধুরীপাড়া গ্রামের বৌদ্ধ মন্দিরের সামনে টেকনাফ-কক্সবাজার রাস্তার উপর থেকে ওই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
আটক ব্যাক্তি হলো, একই এলাকার অংওয়ান রাখাইনের ছেলে অংজনাই রাখাইন (২৪)।
র্যাব-১৫ অধিনায়ক খায়রুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের আভিযানিক দল অভিযান পরিচালনা করে যুবকের দেহ ও হাতে থাকা শপিং ব্যাগ তল্লাশী করে ১৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-