কক্সবাজার জার্নাল ডেস্ক:
সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) পাঁচ দিনের সরকারি সফর শেষে শনিবার (১২ মার্চ) দিবাগত রাতে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের (বিজি-১৩০২) ভিভিআইপি ফ্লাইটটি রাত ১২টা ১০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।
এর আগে এদিন স্থানীয় সময় বিকেল ৫টা ৫৫ মিনিটে ফ্লাইটটি আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আবু জাফর প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে বিদায় জানান।
প্রসঙ্গত, পাঁচ দিনের রাষ্ট্রীয় সফরে সংযুক্ত আরব আমিরাতে গিয়েছিলেন শেখ হাসিনা। সোমবার (৭ মার্চ) বিকেল সোয়া ৪টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশটির উদ্দেশে রওনা হন তিনি। দেশটির প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের আমন্ত্রণে শেখ হাসিনার এ সফর।
এই সফরে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) চুক্তি সই হয়েছে।
যমুনা টিভি অনলাইন
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-