এড. রাশেদের পিতা আর নেই: কক্সবাজার জার্নাল পরিবারের শোক

কক্সবাজার জার্নাল ডটকম •


কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের এডভোকেট রাশেদুল ইসলাম মুন্নার পিতা বশির উল্লাহ ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি…রাজেউন)।

শনিবার ভোর রাত সাড়ে ৪ টার দিকে তিনি কক্সবাজার সদর হাসপাতালে মারা যান মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬০ বছর। বশির উল্লাহ পিএমখালী ইউনিয়নের তোতকখালীর আহমদুর রহমানের ছেলে।

এডভোকেট রাশেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, শুক্রবার রাতে বুকে ব্যথা অনুভব হওয়ায় আমার আব্বাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাই। কর্তব্যরত চিকিৎসক তাঁকে সিসিইউতে ভর্তি দেন। পরে ভোর সাড়ে ৪ টার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

তিনি আরো বলেন, আজ বেলা ২টায় তাহের মাহমুদের ঘোনা কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে নামাজে জানাজা শেষে মসজিদ সংলগ্ন কবরস্থানে দাফন করা হবে।

পিতার রুহের মাগফেরাত কামনায় তিনি সকলের দোয়া কামনা করেছেন মুন্না।

এদিকে, এডভোকেট রাশেদুল ইসলাম মুন্নার পিতার মৃত্যুতে কক্সবাজার জার্নাল পরিবার গভীরভাবে শোকাহত।

এক শোক বার্তায় কক্সবাজার জার্নাল ডটকমের  উপদেষ্টা সম্পাদক রাসেল চৌধুরী, সম্পাদক আবদুল্লাহ আল আজিজ, নির্বাহী সম্পাদক গিয়াস উদ্দিন ভূলু ও সকল সদস্যবৃন্দ শোকসন্তপ্ত পরিবারের পরিবারের প্রতি গভীর সমবেদনা ও মরহুমের বিদেহী আত্নার শান্তি কামনা করেছেন।

আরও খবর