টেকনাফ প্রতিনিধি •
কক্সবাজারের টেকনাফে দুইজন জেলের নৌকার টানা জালে প্রচুর পরিমানের বিভিন্ন প্রজাতির মাছ ধরা পড়েছে।
পরে এসব মাছগুলো সাড়ে ছয় লাখ টাকায় বিক্রয় করলেন তারা।মাছ ধরা পড়ায় তারা খুবই খুশি।
শুক্রবার বেলা ১২টার দিকে উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ সমুদ্রসৈকতে কোনাপাড়ার মোহাম্মদ আব্দুল আমিন ওরফে কালু মাঝি ও মাঝেরপাড়ার দিল মোহাম্মদের মালিকানাধীন নৌকার টানা জালে এসব মাছগুলো ধরা পড়ে।
এ তথ্যটি নিশ্চিত করেছেন সাবরাং ইউপির ৮নং ওর্য়াডের সদস্য রেজাউল করিম।
সরেজমিনে ঘুরে দেখা যায়,শাহপরীর দ্বীপ পশ্চিমপাড়া সমুদ্রসৈকতে দুই জেলের নৌকার টানা জালে পোয়া, ফাইস্যা, মলা, ছুরি, বাটাসহ বিভিন্ন প্রজাতির প্রচুর মাছ ধরা পড়েছে।
কোনাপাড়া মোহাম্মদ আব্দুল আমিন ওরফে কালু মাঝির নৌকার টানা জালে ধরা পড়েছে চার লাখ ২০হাজার টাকার ও মাঝেরপাড়ার দিল মোহাম্মদের মালিকানাধীন নৌকার টানা জালে দুই লাখ ৩০হাজার টাকার এসব মাছ ধরা পড়ে।ওইদিন সকাল ছয়টার দিয়ে দুই নৌকার জেলেরা পাশাপাশি সাগরে জাল ফেলেন।
এরপর সকাল নয়টা থেকে বেলা ১২টা পযন্ত সাগর তীর থেকে ১৫-২০জন জেলেরা মিলে জাল টেনে তোলার পর এসব মাছ দেখতে পায়।
মাছ ধরা পড়ার খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন বয়সের মানুষ ভিড় করে।পরে ঝুড়ি ভতি করে সৈকতে বালুতে বিলিয়ে রাখা হয়।
এসব মাছ দামাদামির পরে পাইকারী ক্রেতাদের কাছে বিক্রি করেন।পাইকারী ক্রেতারা কিছু মাছ বাজার ও কিছু মাছ শুটকি মহালে নিয়ে যান।
কোনাপাড়ার বাসিন্দা আব্দুল আমিন ওরফে কালু মাঝি জানান,হঠাৎ করে সাগরের তীরে প্রচুর বিভিন্ন প্রজাতির মাছ ধরা পড়ছে।এসব মাছ চার লাখ ২০হাজার টাকার মাছ বিক্রি করেছি।শুধু আমার নৌকার জালে নয় দিল মোহাম্মদের টানা জালেও একই মাছ ধরা পড়েছে।হঠাৎ করে আমরা দুইজনের ভাগ্যে কপাল খুলেছে।মাছ ধরা পড়ায় জেলেরা খুব আনন্দে দিন কাটাচ্ছেন।
অপরজন দিল মোহাম্মদ জানান,তার জালে মাছগুলো তিন লাখ টাকা দাম হাকান।শেষ পযন্ত টেকনাফের মাছ ব্যবসায়ী সৈয়দ আলমকে দুই লাখ ৩০হাজার টাকায় বিক্রি করেছি।
জানতে চাইলে টেকনাফ উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, ইলিশের প্রজনন বাড়াতে ৬৫দিন ও ২২ দিনের নিষেধাজ্ঞা চলাকালে স্থানীয় জেলেরা মেনে চলায় সাগরে বিভিন্ন প্রজাতির মাছে বংশ-বিস্তার বেড়েছে।
এর ফলে জেলেদের জালে পোয়া, ফাইস্যা, বড় ফাইস্যা, মলা, ছুরি, বাটাসহ বিভিন্ন প্রজাতির ছোট-বড় প্রচুর পরিমাণের টানা জালে ধরা পড়ছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-