চকরিয়ায় বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বাঙ্গালীর ৮ম মৃত্যুবার্ষিকী পালিত

এ কে এম ইকবাল ফারুক,চকরিয়া •

বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে রনাঙ্গনে সক্রিয়ভাবে অংশ নেয়া চকরিয়া উপজেলার লক্ষ্যারচর ইউনিয়নের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আনোয়ার হোসেন বাঙ্গালীর ৮ম মৃত্যুবার্ষিকী শুক্রবার (১১ মার্চ)  নানা কর্মসূচীর মধ্যদিয়ে পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে মরহুমের আত্নার মাগফেরাত কামনায় এদিন ফজরের নামাজের পর খতমে কোরআন, সকাল ৯টায় মরহুমের কবর জেয়ারাত, সকাল ১১টায় মরহুমের প্রতিষ্টিত আলহাজ্ব আনোয়ার হোসেন বাঙ্গালী স্কুল এন্ড কলেজে আলোচনা সভা ও মিলাদ মাহাফিল অনুষ্ঠিত হয়। এছাড়া দুপুর ২টায় নিজ বাড়ি মুক্তিযোদ্ধা কুঠিরে মেজবানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সাংসদ জাফর আলম, কক্সবাজার জেলা আওয়ামীলীগের সহসভাপতি ও সাবেক চকরিয়া উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি সরওয়ার আলম, সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন চৌধূরী, জেলা আওয়ামীলীগের সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান এটিএম জিয়াউদ্দিন চৌধূরী জিয়া, পৌর আওয়ামীলীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু, আওয়ামীলীগ নেতা ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বুলবুল, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক জামাল উদ্দিন জয়নাল, যুগ্ন সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আলমগীর চৌধূরী, আওয়ামীলীগ নেতা ও সুরাজপুর মানিকপুর ইউপি চেয়ারম্যান আজিমুল হক আজিম, উপজেলা আওয়মীলীগের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মিজবাউল হক, লক্ষ্যারচর ইউপি চেয়ারম্যান আওঙ্গজেব বুলেট ও কাকারা ইউপি চেয়ারম্যান সাহাব উদ্দিন প্রমুখ।

অনষ্ঠান শেষে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বাঙ্গালীর স্বরনে লেখা কিশোর জীবনী বই আগত অতিথিদের হাতে তুলে দেন মরহুমের বড় ছেলে লক্ষ্যারচর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও আলহাজ্ব আনোয়ার হোসেন বাঙ্গালী কল্যাণ ট্রাষ্টের চেয়ারম্যান রেজাউল করিম সেলিম। পরে অতিথিরা প্রয়াত বীর মুক্তিাযোদ্ধা আনোয়ার হোসেন বাঙ্গালীর কবর জেয়ারত করেন।

প্রসঙ্গত: প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আনোয়ার হোসেন বাঙ্গালী মৃত্যুর পূর্বে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কক্সবাব্জার জেলা সংসদের সাংগঠনিক কমান্ডার ও চকরিয়া  উপজেলা  মুক্তিযোদ্ধা সংসদের  প্রতিষ্ঠাকালীন কমন্ডারের দায়িত্ব পালন করেন। এছাড়া মৃত্যুর আগ পর্যন্ত তিনি মুক্তিযোদ্ধের স্বপক্ষের সংগঠন বাংলাদেশ আওয়ামীলীগের রাজনীতির সাথে সক্রিয়ভাবে জড়িত ছিলেন।

২০১৪ সালের ১১ মার্চ বিকালে ৬০বছর বয়সে মৃত্যুবরণ করেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আনোয়ার হোসেন বাঙ্গালী। মৃত্যুকালে তিনি স্ত্রী, পাঁচ ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।

আরও খবর