র‍্যাবের হাতে গ্রেপ্তারের পর আসামির মৃত্যু

চট্টগ্রাম •

নগরীর পাঁচলাইশ থানাধীন শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরির পাশ থেকে গ্রেপ্তার মো. নজরুল ইসলাম বাবুল নামে এক আসামির মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার রাত ১০ টার দিকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব।

এরপর অসুস্থবোধ করলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে রাত একটার দিকে নজরুল ইসলামের বাবুলের মৃত্যু হয় বলে জানান র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এমএ ইউসুফ।

তিনি বলেন, নজরুল ইসলাম বাবুল একটি হত্যা মামলার পরোয়ানাভুক্ত আসামি ছিলেন। রাতে আটক করার পর তাকে জিজ্ঞাসাবাদ করার সময় অসুস্থতাবোধ করলে চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সেখানে তার পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। রাত একটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আরও খবর