সাংবাদিক এস.এম হানিফের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোঃ নিজাম উদ্দিন, চকরিয়া:


পেকুয়ার কৃতি সন্তান সাংবাদিক এসএম হানিফের রোগমুক্তি কামনায় সেন্টমার্টিনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরাম এ আয়োজন করে।
বুধবার (৯ মার্চ) বিকেল ৫ টায় প্রবালদ্বীপ এলাকার নিঝুম বাড়ী রিসোর্টে আয়োজিত দোয়া মাহফিলে সহকর্মীদের বক্তব্য, কোরআন তেলাওয়াত ও বিশেষ মোনাজাত করা হয়।

এসময় সাংবাদিকদের স্মৃতিচারণে সহকর্মী এসএম হানিফের সামাজিক ও রাষ্ট্রীয় স্বার্থে লেখনীর কথাগুলো উঠে আসে।

দোয়া মাহফিলে সহকর্মীদের বিপদে অগ্রগামী সাংবাদিক এসএম হানিফ ও তার পিতা আক্তার আহমদের দ্রুত আরোগ্য লাভে মহান আল্লাহর নিকট দোয়া করা হয়েছে।

উল্লেখ্য প্রথম আলো পত্রিকার প্রতিনিধি এসএম হানিফ দীর্ঘদিন ধরে দুরারোগে ভুগছেন। শারীরিক অবস্থার তেমন পরিবর্তন না হলে সম্প্রতি তিনি ভারত থেকেও চিকিৎসা নেন।

সাংবাদিক মাওলানা মিজবাহ উদ্দিন আরজুর মোনাজাতে হানিফ পরিবারের জন্য দোয়া ও মহেশখালীর সাংবাদিক মরহুম হাজী ইলিয়াছের আত্মার মাগফেরাত কামনা করা হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরামের সভাপতি স.ম ইকবাল বাহার চৌধুরী, সাধারণ সম্পাদক হোবাইব সজীব, প্রচার সম্পাদক আবু বক্কর ছিদ্দিক, সদস্য রেজাউল করিম, রকিয়ত উল্লাহ, মোঃ নিজাম উদ্দিন, আব্দুল মালেক সিকদার, আবুল কাশেম, মোহাম্মদ এরফান হোসেন, কাইছার হামিদ, শাহাদাত আলী জিন্নাহ, আল জাবের, নাজিম উদ্দিন, আলা উদ্দিন আলো, আব্দুল জলিল কোম্পানী, ইমরুল এহসান, আমিনুল ইসলাম রাজু, সাঈদ তাসলিম, ইমরান নাজির ও শেখ আব্দুল্লাহ প্রমুখ।

আরও খবর