উখিয়ায় সিএনজি থেকে মাসোহারা নেওয়ার অভিযোগ শকুর বিরুদ্ধে!

নিজস্ব প্রতিবেদক:
উখিয়া উপজেলার কোর্টবাজার স্টেশনে সিএনজি সমিতির নাম ভাঙ্গিয়ে মাসোহারা নেওয়ার অভিযোগ উঠেছে শওকত হোসেন শকুর বিরুদ্ধে।

সাধারণ সিএনজি চালকরা জানায়,প্রতি মাসে শকুর হাতে ৩০০টাকা করে প্রতিটি সিএনজি থেকে মাসোহারা দিতে হয়। অন্যথায় সিএনজি সড়কে চলাচল করতে না দেওয়ার ভয়ভীতি প্রদর্শন করে বলে জানান তারা।

নাম প্রকাশে অনিচ্ছুক সমিতির কয়েকজন জানান, শওকত হোসেন শকু সমিতির দায়িত্ব নেওয়ার পর থেকে কাউকে অবগত না করে নিজের ইচ্ছে মতো মাসোহারা আদায় করে সমিতিকে বদনামের বেড়াজালে বন্দি করে রেখেছে।

এ ব্যাপারে সিএনজি সমিতির সহ সভাপতি অভিযুক্ত শওকত হোসেন শকুর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন,”সমিতির সহ সভাপতি হিসেবে দায়িত্ব পালনের পর থেকে কখনো এসব চাঁদাবাজিতে জড়িত ছিলাম না। কেউ অভিযোগ করে থাকলে তা সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত ও ষড়যন্ত্রমূলক। তবে সভাপতি সম্পাদকের কথার বাইরে সমিতির কোনো কিছু সম্পাদন হয়না।”

তার এ সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসন সহ সবার হস্তক্ষেপ কামনা করেন সিএনজি চালকরা।

আরও খবর