টেকনাফ থেকে ভয়ংকর মাদক আইস ও ইয়াবা ঢাকায় নিয়ে যায় জাহিদুল

ডেস্ক রিপোর্ট •

সীমান্ত এলাকা টেকনাফ থেকে নানা কৌশলে ও অভিনব কায়দায় নিয়মিত ভয়ংকর মাদক আইস ও ইয়াবা ঢাকায় নিয়ে আসত মো. জাহিদুল আলম।

পরে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের অন্য মাদক ব্যবসায়ীদের কাছে আইস সরবরাহ করত সে।

সোমবার (৭ মার্চ) রাতে রাজধানীর কদমতলী থেকে এমনই একটি আইসের চালানসহ জাহিদুল ইসলামকে গ্রেফতার করে র‌্যাব-১০। গ্রেফতারের সময় মো.জাহিদুলের কাছ থেকে এক কেজি আইস ও ৫ হাজার ১৩ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এছাড়া তার কাছ থেকে একটি মোবাইল ফোনও জব্দ করা হয়।

মঙ্গলবার র‌্যাব-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার এনায়েত কবির সোয়েব এসব তথ্য জানিয়েছেন।

আরও খবর