কক্সবাজারে ইজিবাইক ছিনতাই চক্রের মূলহোতাসহ ৬ জনকে গ্রেফতার করেছে র‍্যাব!

ইমরান আল মাহমুদ •

কক্সবাজারের রামুর দক্ষিণ মিঠাছড়ি থেকে সংঘবদ্ধ ইজিবাইক ছিনতাই চক্রের মূলহোতাসহ ৬ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫ সদস্যরা।

মঙ্গলবার(৮ মার্চ) বিকেলে র‍্যাব-১৫ সদর দফতরে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন অধিনায়ক লে. কর্ণেল খায়রুল ইসলাম সরকার।

তিনি জানান,গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৫ সদস্যরা জানতে পারে যে, গত ২ মার্চ রাতের বেলা চারজন ছিনতাইয়ের উদ্দেশ্যে ইজিবাইক ভাড়া করে। তাদের সঙ্গের অপর দুইজন চেইন্দা বাজার থেকে ইজিবাইকে উঠে। ইজিবাইক পানেরছড়া বাজার পার হওয়ার পর ছিনতাইকারী ছয় জন ড্রাইভার আবছার কামালকে রাস্তার পাশে গাছের সাথে বেঁধে রাখে এবং তার ব্যবহৃত মোবাইল, টাকা-পয়সা ও ইজিবাইক ছিনতাই করে পালিয়ে যায়। এতে বাদী উক্ত ইজিবাইক ছিনতাইয়ের বিষয়টি র‌্যাব-১৫ কে জিডির কপি সহ অবগত করলে বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করে।

পরবর্তীতে র‌্যাব-১৫ এর একটি চৌকষ আভিযানিক দল ৮ মার্চ আনুমানিক ভোর সাড়ে ৫টায় গোপন সংবাদের ভিত্তিতে উক্ত ঘটনায় জড়িত দক্ষিণ মিঠাছড়ি এলাকার জাফর আলমের ছেলে মো.আরিফ (২০) কে শিকদারপাড়া থেকে ধৃত করে। তার স্বীকারোক্তি অনুযায়ী উক্ত ঘটনায় জড়িত আরেক সদস্য একই এলাকার মো. হাসানের ছেলে ছায়েদ (২১) কে ধৃত করা হয়।

তিনি আরও জানান,আটক দুজনের তথ্যের ভিত্তিতে চক্রের মূলহোতা দক্ষিণ মিঠাছড়ির হাসানের ছেলে শাহ জাহান (২৩) ও ফয়েজ আলম প্রকাশ ফরিদ আলম প্রকাশ মুরিয়া (৩১) কে ধৃত করা হয়। আটককৃত ব্যক্তিদের স্বীকারোক্তির ভিত্তিতে উখিয়ার দক্ষিণ পাইন্যাশিয়ার অসিউর রহমানের ছেলে রফিক উল্লাহ (৩৩) ও দক্ষিণ মিঠাছড়ির নুরুল ইসলামের ছেলে আনছার উল্লাহ (২৮) কে গ্রেফতার করতে সক্ষম হয়। তাদের দেখানো মতে একইদিন সকাল সাড়ে ৭টায় রামুর মিঠাছড়ি ইউনিয়নের পানেরছড়া ঢালার মুখ হতে মো. আনছার উল্লাহ (পূর্বমুখী) দুচালা টিনের ঘরের সম্মুখ হতে ইজিবাইকটি উদ্ধার করে। গ্রেফতার আসামীরা জানায়, উদ্ধার হওয়া ইজিবাইকটি ৬০হাজার টাকায় আসামী আনছার উল্লাহর কাছে বিক্রি করে। পরবর্তীতে আনছার উল্লাহ উক্ত ইজিবাইকটির রং পরিবর্তন করে ফেলে। জানা যায় গ্রেফতার আসামীরা একটি সংঘবদ্ধ ছিনতাই চক্রের সক্রিয় সদস্য। ইতিপূর্বেও এ ধরনের কাজে লিপ্ত ছিল। আসামী শাহ জাহানের বিরুদ্ধে রামু থানায় একাধিক মামলা রয়েছে।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান তিনি।

আরও খবর