টেকনাফ অফিস •
টেকনাফের কুলালপাড়া এলাকায় অভিযান চালিয়ে এক কেজি আইস (ক্রিস্টাল মেথ) ও ৩০ হাজার পিস ইয়াবাসহ মোস্তাক আহমদ (৪২) নামে একজনকে আটক করেছে পুলিশ।
সোমবার দিনগত রাত একটার দিকে এ অভিযান চালানো হয়। আটক মোস্তাক ওই এলাকার মৃত আবুল খয়ের এর ছেলে।
কক্সবাজারের পুলিশ সুপার মো. হাসানুজ্জামান জানান, রাতে গোপন সংবাদের ভিত্তিতে মোস্তাক আহমেরদ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে তার বসতঘর তল্লাশি করে একটি শপিং ব্যাগে রাখা এক কেজি আইস (ক্রিস্টাল মেথ) ও ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় টেকনাফ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং অভিযুক্ত আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে।
জেলা পুলিশের মাদক বিরোধী চলমান অভিযান অব্যাহত থাকবে বলেও জানান পুলিশ সুপার।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-