চট্টগ্রাম •
নগরীর চান্দগাঁও থানার মাদক মামলায় মো. সৈয়দ (৫৯) নামে একজনকে ৬ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (৭ মার্চ) দুপুরে চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞার আদালত এ রায় দেন।
সাজাপ্রাপ্ত আসামি মো.সৈয়দ কক্সবাজার জেলার মহেশখালী থানার মৃত চান মুল্লুকের ছেলে ।
আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ জানান, মাদকের মামলায় জামিনে বের হয়ে পলাতক থাকা মো. সৈয়দ নামের এক আসামিকে ৬ বছর সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
উল্লেখ্য, ২০১৮ সালের ৫ এপ্রিল নগরের চান্দগাঁও থানার এক কিলোমিটার এলাকা থেকে ১ হাজার ৫০০ পিস ইয়াবাসহ মো. সৈয়দকে আটক করা হয়।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-