উখিয়ায় বিদেশি মদ ও বিয়ারসহ যুবক আটক: অটোরিকশা জব্দ!

তাওহীদুল ইসলাম রাফি •

উখিয়ার পালংখালীতে অভিযান চালিয়ে বিদেশী মদ ও বিয়ারসহ মোহাম্মদ শাহেদ (২২) নামে এক মাদক পাচারকারীকে আটক করেছে র‌্যাব-১৫ সদস্যরা।

আটক যুবক টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের ঘিলাতলী গ্রামের ছৈয়দ আলমের ছেলে মোহাম্মদ শাহেদ(২২)।

৭ই মার্চ (সোমবার) সকালে র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মোঃ বিল্লাল উদ্দিন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদে ভিত্তিতে অভিযান চালিয়ে সীমান্তবর্তী এলাকা থেকে ব্যাটারী চালিত অটোরিক্সাসহ এক যুবককে আটক করে র‍্যাব। এসময় তার ব্যবহৃত অটোরিক্সায় তল্লাশী চালিয়ে ২৪ বোতল বিদেশী মদ ও ২৪ ক্যান বিয়ার উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মামলা রুজু করে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও খবর