কক্সবাজারে চৌকির নিচে মিলল ফেনসিডিল, বৃদ্ধ আটক

নিজস্ব প্রতিবেদক •


কক্সবাজারের কলাতলীতে অভিযান চালিয়ে ৯০ বোতল ফেনসিডিলসহ সিরাজ (৬৪) নামের এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব-১৫। আটক সিরাজ একই এলাকার মৃত আব্দুর রউফের ছেলে।

রবিবার (৬ মার্চ) রাতে পৌরসভার উত্তর আদর্শ গ্রাম থেকে তাকে আটক করা হয়।

র‌্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার মো. বিল্লাল উদ্দিন জানান, রাতে সিরাজের বসতঘরের সামনে বারান্দায় রাখা চৌকির নিচে তল্লাশি করে ৯০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

সিরাজ দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করে থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও খবর