‘স্বপ্ন জাদি’র উদ্বোধন ঘিরে বৌদ্ধ ধর্মালম্বীদের উৎসব

বিশেষ প্রতিবেদক •

মায়ানমার, চীন, থাইল্যান্ডের বৌদ্ধ ট্যাম্পলগুলোর আদলেই তৈরী করা হয়েছে বান্দরবানের নাইক্ষ্যংড়ি উপজেলার বরইতলীতে ‘স্বপ্ন জাদি। এটিতে ছোট-বড় সব মিলিয়ে অর্ধ-শতাধিক বৌদ্ধ মূর্তি রয়েছে। জাদির কাছেই রয়েছে বিহার। এটি এখন এ দুর্গম অঞ্চলের বৌদ্ধ স¤প্রদায়ের মানুষের অন্যতম তীর্থস্থান।

জাদির উদ্বোধন ঘিরে বসেছিল দুইদিন ব্যাপী মেলা ও উৎসব। যা শেষ হয়েছে শুক্রবার। এ উৎসবের যোগ দিয়েচিল অর্ধ-লাখ বৌদ্ধ স¤প্রদায়ের মানুষ।

বৌদ্ধ স¤প্রদায়ের নেতারা বলছেন, এ অঞ্চলে কোন জাদি না থাকায় অনেকদূরের জাদিতে গিয়ে পূর্ণ্য করতে হতো। তাই ২০১৩ সাল থেকে সম্পুর্ণ নিজেদের উদ্যোগে এ জাদি নির্মাণের সিদ্ধান্ত নেয়া হয়। পরবর্তীতে বিদেশী দাতা সংস্থা ও এলাকার বাসিন্দাদের সহায়তায় প্রায় ৭০ লাখ টাকার বিনিময়ে এ জাদি নির্মাণ করা হয়।

কলেজ ছাত্রী জ্যোতি চাকমা বলেন, দানের দ্বারা চিত্ত বিশুদ্ধ হয় ও মোহমুক্তি ঘটে। সব্বে সত্তা সুখীতা হোনতো, জগতে সকল প্রাণী সুখী হোক ও সকল প্রকার দুঃখ থেকে মুক্ত হোক। এই যে আমাদের দান বা প্রার্থনা সেটি করার জায়গায়টি ছিল। স্বপ্ন জাদি নির্মিত হবার পর এ অঞ্চলের অন্তত ১০ টি গ্রামের বৌদ্ধ স¤প্রদাযের মানুষ অনেক খুশি।

স্কুল ছাত্র জেমসন ত্রিপুরা বলেন, অনেক আশার প্রতিফলন হচ্ছে আমাদের। সে জন্য পুরো মেলা বসে গেছে। কতটা অপেক্ষার পর এটি হচ্ছে বলে বুঝাতে পারবো না। এ উৎসবে সকল স¤প্রদায়ের মানুষের সরব উপস্থিতি বলে দেয় বাংলাদেশ সা¤প্রদায়িক স¤প্রীতিতে কতটা আন্তরিক।

স্বপ্ন জাদি উদ্বোধন ও মেলা উদযাপন পরিষদের সহ-সভাপতি শ্রী ইন্দ্রবংশ ভিক্ষু বলেন, অর্ধ-লাখ মানুষ নিজেদের ধর্মীয় রীতি-নীতি পালন থেকে বঞ্চিত হয়ে আসছিল। অবশেষে স্বপ্ন জাদি আমরা প্রতিষ্ঠিত করতে পেরেছি। এতে এ অঞ্চলের মানুষের আনন্দ ও উৎসবের দিন। সেটিও উদযাপন করা হচ্ছে।
স্বপ্ন জাদির নির্মাতা ও রেজু বরইতলী ধর্ম রক্ষিত বৌদ্ধ বিহারের অধ্যক্ষ জ্যোতি স্মৃতি থের বলেন, বৌদ্ধ তীর্থযাত্রী এবং থেরাভাডা ধাতু জাদিটি বৌদ্ধ ধর্মের অনুসারীদের জন্য অন্যতম পবিত্র স্থান। সে স্থানটি হলো ২০২২ এ এসে। আমরা নির্মাণ শুরু করেছিলাম ২০১৩ সালে। যা আজ এ অঞ্চলের মানুষের স্বপ্ন পূরণ হয়েছে।

তিনি আরও জানান, জাদিটি নির্মাণে বিদেশী কোন কারিগর লাগেনি। সম্পুর্ণ আমি নিজেই এটির নকশা করেছি। তাই খরচও একটু কম লেগেছে। এটি নির্মাণ করতে পেরে অনেক ভাল লাগছে।

আরও খবর