মাহাবুবুর রহমান, কক্স৭১ •
কক্সবাজার শহরের টেকপাড়া এলাকায় এক ইয়াবা ব্যবসায়ির জমকালো বিয়ের অনুষ্টান সম্পন্ন হয়েছে। তবে এতে দাওয়াত দিয়ে ও নিতে পারন নি স্থানীয় বাসিন্দাদের। এতে প্রশংসায় ভাসছে বিয়েতে না যাওয়া স্থানীয় বাসিন্দারা।
জানা গেছে, শহরের টেকপাড়া মাঝিরঘাট রোড়ের হাঙ্গরপাড়া এলাকায় বেশ কয়েক বছর আগে থেকে জমি কিনে বসাবাস করছিলেন টেকনাফ এলাকার বাসিন্দা ছলিম উল্লাহ। তব্রে সম্প্রতী একেবারে কয়েক কোটি টাকা খরচ করে পুরু বাড়ি নির্মাণ করা নিয়ে এলাকার মানুষের মাঝে কৌতুহল সৃষ্টি হয়।
পরে খোঁজ নিয়ে জানা গেছে ছলিম উল্লাহর ৩ স্ত্রী প্রায় ১২/১৫ জনের অধিন সন্তান আছে। তারা প্রত্যেকে ইয়াবা ব্যবসায়ি অনেকে ইয়াবা মামলায় জেলও খেটেছে। কিছুদিন আগেও ছলিম উল্লাহর ছেলে জসিম ঢাকাতে ইয়াবা সহ আটক হয়েছে বলে জানা গেছে। এছাড়া তার টেকপাড়ার বাড়িতেও বেশ কয়েকবার অভিযান চালিয়েছিল পুলিশ।
সেই ছলিম উল্লাহ ছেলে জয়নালের বিয়ে উপলক্ষ্যে ৫ মার্চ ছিল বেশ জমকালো আয়োজন। ছেলের জন্য বৌ এনেছে নাইক্ষ্যংছড়ি এলাকার সাবেক এক জনপ্রতিনিধির ভাইছি। এদিকে খোঁজ নিয়ে জানা গেছে ছলিম উল্লাহ সহ তার পূর্ব পুরুষ এবং বেশির ভাগ আত্বীয় স্বজন মায়ানমারের বাসিন্দা।
তাদের অনেক নিকট আত্বীয় বর্তমানে রোহিঙ্গা ক্যাম্পে থাকে,সেখান থেকে টেকপাড়া বাড়িতে আসা যাওয়া করে। এদিকে বিয়ে উপলক্ষ্যে স্থানীয় অনেক মানুষকে দাওয়াত দিলেও কেউ অংশ নেয়নি বলে জানা গেছে।
তবে ব্যাতিক্রমও ছিল। কয়েকজন ছিল সেই ইয়াবা ব্যবসায়ি ছেলের বিয়েতে দাওয়াতে অংশ নিয়েছে। স্থানীয়দের দাবী সেই বাড়িতে দিনরাত রোহিঙ্গা এবং ইয়াবা ব্যবসায়িদের আসা যাওয়া থাকে তাই আমরা সেই বাড়ির বিয়েতে যাইনি।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-