নিজস্ব প্রতিবেদক •
কক্সবাজার শহরের পাহাড়তলী এলাকা থেকে ইয়াবা ও ছুরিসহ ৫ কিশোর গ্যাংয়ের সদস্যকে আটক করেছে র্যাব। এসময় তাদের কাছ থেকে ১৭০ পিস ইয়াবা ও ছুরি উদ্ধার করা হয়।
শনিবার রাতে কক্সবাজার র্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি বিল্লাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
আটকরা হলেন-শহরের পাহাড়তলী এলাকার মৃত জাকির হোসেনের ছেলে মো. সোহেল (২২), নুরুল ইসলামের ছেলে নুর হাশেম (২৮), নুরুল কবির (২২), তৈয়ব (৩০) ও রবিউল করিম (২২)। তারা আটক সোহেলের নেতৃত্বে শহরে ছিনতাই ছুরিসহ নানা অপরাধ কর্মকান্ড করে আসছিল।
র্যাব-১৫ সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি বিল্লাল হোসেন জানান, শনিবার বিকেল সাড়ে চারটার দিকে শহরের পাহাড়তলীর মফিজুর রহমানের টিলা নামক স্থানে কিছু অপরাধী অবস্থান করছে এমন খবরে অভিযানে যায় র্যাব। এসময় ১৭০ ইয়াবা ও ছুরিসহ এ ৫ জনকে আটক করা হয়।
তিনি আরও জানান, আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে কিশোর গ্যাং ও ছিনতাইসহ নানা অপরাধের কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা শেষে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হবে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-