নিজস্ব প্রতিবেদক •
কক্সবাজারের টেকনাফে ইউপি চেয়ারম্যানের স্বাক্ষর জাল করে জন্মসনদ তৈরির অভিযোগে দুইজনকে আটক করে পুলিশে দেয়া হয়েছে।
শুক্রবার বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো আব্দুল আলিম।
এর আগে গত ২ মার্চ দুপুরে টেকনাফের বাহারছড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সচিবের অফিস কক্ষ থেকে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন টেকনাফ সদর ইউনিয়নের নয়াপাড়ার নুরুল ইসলামের পুত্র নুরুল আলম (২৫) এবং উখিয়া রত্নাপালং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আলী আহমদের পুত্র আক্তার কামাল (৪০)।
পুলিশ পরিদর্শক (তদন্ত) মো আব্দুল আলিম বলেন, বাহারছড়া ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন খোকনের স্বাক্ষর জাল করে জন্মসনদ তৈরির অভিযোগে ২ জনকে পুলিশে সোর্পদ করা হয়। এরপর চেয়ারম্যান বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করলে সংশ্লিষ্ট মামলায় তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-