নিজস্ব প্রতিবেদক •
জমকালো আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়েছে কক্সবাজারে কর্মরত পেশাদার সাংবাদিকদের সংগঠন কক্সবাজার রিপোর্টার্স ইউনিটির (সিবিআরইউ) বার্ষিক ফ্যামিলি ডে।
মেঘ জমে থাকা পাহাড়চূড়া আর ঝিরি ঝরনার অপরূপ সৌন্দর্যের লীলাভূমি বান্দরবানে বুধ ও বৃহস্পতিবার দু’দিন ব্যাপী নানা কর্মসূচী পালনের মাধমে এবারের ফ্যামিলি ডে আয়োজন সম্পন্ন হয়েছে। আয়োজনে ছিল দর্শনীয় স্থান পরিদর্শন, অতিথিদের সম্মানে ভোজন, সাংস্কৃতিক অনুষ্ঠান, র্যাফেল ড্র এবং ক্রেস্ট ও উপহার প্রদান।
সিডিউল মতো বুধবার (২ মার্চ) সকালে বিলাস বহুল গাড়িতে বান্দরবানের উদ্দেশ্যে কক্সবাজার ত্যাগ করেন সংগঠনের উপদেষ্টা, সদস্য ও তাদের পরিবারবর্গ। দুপুরে গন্তব্যস্থল বান্দরবানের পর্যটন মোটেলে পৌঁছেন। নিজস্ব ব্যবস্থাপনায় নানা পদে মধ্যহ্নভোজের পরই পাহাড় ঘেরা লেকের সমাহার মেঘলা, নির্জন পাহাড় চূড়ার নীলাচল এবং আশপাশের দৃষ্টিনন্দন এলাকার সৌন্দর্য্য উপভোগ করেন সাংবাদিক ও তাদের পরিবারবর্গ।
সন্ধ্যার পর শুরু হয় জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে সিবিআইউ উপদেষ্টা ও দৈনিক রুপালী সৈকত সম্পাদক ফজলুল কাদের চৌধুরী, দৈনিক সমুদ্রকন্ঠ সম্পাদক মঈনুল হাসান পলাশ, কক্সবাজার রিপোর্টার্স সভাপতি রাসেল চৌধুরী, সাধারণ সম্পাদক সায়ীদ আলমগীর শুভেচ্ছা বক্তব্য রাখেন। ফ্যামেলি ডে আয়োজন কমিটির সদস্যরা অতিথিদের শুভেচ্ছা জানান। পরে চলে নৈশভোজ।
বৃহস্পতিবার (৩ মার্চ) সমতল থেকে প্রায় দু’হাজার ফুট উপরে সুশৃঙ্খলাবদ্ধ আবাসন কাম পর্যটন স্পট নীলগিরি ও পাহাড় চুঁড়ায় আদিবাসি পল্লী পরিদর্শন শেষে বিকেলে নানা প্রতিযোগিতা এবং র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। কোমলমতি শিশু ও অতিথিদের মাধ্যমে তোলা লটারিতে প্রথম পুরস্কার স্মার্ট ফোন পেয়েছেন উপদেষ্টা ফজলুল কাদের চৌধুরী। দ্বিতীয় পুরস্কার অত্যাধুনিক ট্রলিব্যাগ পেয়েছেন কক্সবাজারের মেধাবী সাংবাদিক আহমদ গিয়াসের ঘরণী।
এ ছাড়াও একাধিক লটারিতে ভাগ্যজয়ী হন সংগঠনের সাধারণ সম্পাদক সায়ীদ আলমগীরের বাবা মাস্টার আলী হোছাইন। সংগঠনের সভাপতি মানবজমিন প্রতিনিধি রাসেল চৌধুরী ও সাধারন সম্পাদক ইত্তেফাক ও জাগো নিউজ প্রতিনিধি সায়ীদ আলমগীরের নেতৃত্বে এ আয়োজনের পূর্ণতা পায় সকল সদস্যদের পরিবারসহ উপস্থিতিতে। অনুষ্ঠানে সিনিয়র সাংবাদিক মোহনা টেলিভিশন প্রতিনিধি আমানুল হক বাবুল, জাবেদ ইকবাল চৌধুরী ও সায়ীদ আলমগীরকে সম্মাননা স্বারক প্রদান করা হয়।
গত বছরের সেরা রিপোর্টারের পুরস্কার জিতেন দৈনিক যুগান্তর প্রতিনিধি জসিম উদ্দিন। প্রতিযোগিতা ও র্যাফেল ড্র-তে জয়ীদের পাশাপাশি সকল সদস্যদের হাতে উপহার তুলে দেন সংগঠনের উপদেষ্টা ফজলুল কাদের চৌধুরী, অধ্যাপক মঈনুল হাসান পলাশ, নির্বাহি সদস্য আহমদ গিয়াস, এম আর খোকন, পিকনিক বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান জাবেদ শাহীন ও সভাপতি-সম্পাদকসহ উপস্থিত অতিথিরা।
এসময় বক্তাগণ বলেন, মূলধারার সাংবাদিকদের নিয়ে গড়া কক্সবাজার রিপোর্টার্স ইউনিটির প্রতিটি আয়োজন অংশগ্রহণকারিদের বিমুগ্ধ করে। বিগত দশ বছরের আয়োজনের ব্যতিক্রম এবারও হয়নি। সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নে সংগঠনের ভূমিকা অব্যহত রাখা ও উত্তরোত্তর সফলতা কামনা করেন তারা। পরে সভাপতি রাসেল চৌধুরীর সমাপনী বক্তব্যে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। এরপর সন্ধ্যা ৬টায় কক্সবাজারের উদ্দেশ্যে বান্দরবান ত্যাগ করেন কক্সবাজার রিপোর্টার্স ইউনিটির ফ্যামেলি ডে টিম।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-