কক্সবাজারে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার!

নিজস্ব প্রতিবেদক •

লাশ- ফাইল ছবি

কক্সবাজার সুগন্ধা পয়েন্টের ট্রাফিক পুলিশের বক্সের পাশে পড়ে আছে অজ্ঞাত যুবকের মরদেহ। ২৮ বছরের ওই যুবকের মরদেহ উদ্ধারে ঘটনাস্থলে গেছে ট্যুরিস্ট পুলিশ।

বুধবার দুপুরে টুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও দোকানদার বরাত দিয়ে তিনি জানান, ১২টার দিকে সুগন্ধা পয়েন্টের ট্রাফিক পুলিশের বক্সের পাশে একটি লাশ পড়ে থাকতে দেখা যায়। পরে লোকজন বক্সে থাকা পুলিশকে খবর দেয়। দুপুর সাড়ে আটটার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে। লাশের গায়ে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি।

তিনি আরও জানান, একটি লাশ বীচে পরে থাকার খবর পেয়ে টুরিস্ট পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। তবে আপাতত কিছু বলন যাচ্ছে না।

আরও খবর