উখিয়ায় ইয়াবাসহ ডাকাতি মামলার পলাতক আসামি আটক

মোহাম্মদ ইব্রাহিম মোস্তফা, উখিয়া •

কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে ৪ হাজার ২ শত পিস ইয়াবাসহ তিনটি ডাকাতি মামলার পলাতক আসামি সিরাজুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার ০১ মার্চ ভোরে মরিচ্যা পাগলিরবিল হালুকিয়া গ্রামের ইয়াবাসহ তাকে আটক করা হয়।

আটক ব্যক্তি হলেন, উখিয়ার মরিচ্যা পাগলিরবিল হালুকিয়া গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে সিরাজুল ইসলাম(৪০)৷

এ তথ্য নিশ্চিত করেছেন উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আহমেদ সঞ্জুর মোরশেদ। এসময় তিনি জানান, উদ্ধারকৃত ইয়াবাসহ আটক আসামিকে বিধি মোতাবেক তাকে আদালতে প্রেরণ করা হয়েছে৷

আরও খবর