বার্তা পরিবেশক :
কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের মেম্বার স্বপন কান্তি দে’র বিরুদ্ধে প্রধানমন্ত্রীকে নিয়ে কুটুক্তির অভিযোগ উঠেছে। সম্প্রতি এ সংক্রান্ত একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ নেট দুনিয়ায় ঘুরে বেড়াতে দেখা যায়। ফলে এ ঘটনাকে কেন্দ্র করে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ সরকারী দলের বিভিন্ন সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক অসন্তোষ বিরাজ করছে। তারা একজন ইউপি সদস্যের মুখে এমন নেক্কারজনক আচরণের নিন্দা জানান।
খুরুশকুল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তারিকুল ইসলাম শামীম বলেন, “সম্প্রতি সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রধানমন্ত্রী সম্বোধন যে অশালীন কথাবার্তা বলেছে স্বপন কান্তি দে নামে এক ইউপি সদস্য। তার এতো ক্ষমতার দাপট কোথায় পেয়েছেন সেটি বুঝতে পারছিনা। এতে আমাদের দলীয় নেতাকর্মীদের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। আমরা তার সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি। একজন জনপ্রতিনিধি হয়ে তার মুখে এসব আচরণ কিছুতেই কাম্য নয়।”
খুরুশকুল ইউনিয়ন যুবলীগের সভাপতি কাজী দিদারুল ইসলাম বলেন, “মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে মেম্বার স্বপনের এমন বক্তব্য খুবই দুঃখজনক। সরকার প্রধানকে নিয়ে তার এমন আচরণ আমরা কিছুতেই মানতে পারছি না। প্রশাসনের কাছে অাবেদন করছি তদন্ত করে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হোক।”
তবে নিজের অসাবধানতার কথা জানিয়ে নেট দুনিয়ায় ভাইরাল হওয়া সেই অডিওর জন্য দুঃখ প্রকাশ করেছেন অভিযুক্ত মেম্বার স্বপন কান্তি দে।
এদিকে দলীয় নেতাকর্মী ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সুষ্ঠু তদন্তের মাধ্যমে এ ঘটনায় মেম্বার স্বপনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-