চকরিয়া প্রতিনিধি •
কক্সবাজারের চকরিয়ায় বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে হাবিব উল্লাহ (৪২) নামে পিকআপের চালক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আবু তালেব নামে পিকআপের এক যাত্রী।
নিহত হাবিব উল্লাহ ভোলা জেলার বোরহানউদ্দিন থানার হাকিমুদ্দিন ইউনিয়নের হাসান নগর এলাকার মোতালেব হোসেনের ছেলে। আহত আবু তালেব সিলেট সদর থানা এলাকার আবদুল মতিনের ছেলে।
রবিবার (২৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উত্তর হারবাং পেট্রোল পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
চিরিংগা হাইওয়ে থানার উপ-পরিদর্শক টিটু দত্ত জানান, কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী সেঁজুতি এসি বাসের সাথে কক্সবাজারগামী পিকআপ গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপের চালক গাড়ির ভিতরে আটকা পড়ে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহতকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-