বান্দরবানে দেড় কোটি টাকার আফিমসহ ২ যুবক আটক

চট্টগ্রাম •


বান্দরবানের থানচি থেকে দুই কেজি আফিমসহ দুই যুবককে আটক করেছে র‌্যাব-৭। আটককৃতরা হল- কাইং প্রো ম্রো (২৩) ও দংওয়াই ম্রো (২৪)। রবিবার (২৭ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার বাস স্টেশন থেকে তাদের আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব ৭ এর সিনিয়র সহকারী পুলিশ অফিসার মো. আনোয়ার হোসেন।

তিনি জানান, গতকাল রাত ৯ টায় বান্দরবানের থানচিতে অভিযান চালিয়ে দুই কেজি আফিমসহ দুই মাদককারবারিকে আটক করা হয়েছে। আফিমগুলো মায়ানমার সীমান্ত তিন্দু এলাকার গহীন অরণ্য থেকে তারা বিক্রির জন্য চট্টগ্রামে নিয়ে আসছিল। আটকদের পরে থানচি থানায় সোপর্দ করা হয়। উদ্ধার আফিমের বাজারমূল্য প্রায় দেড় কোটি টাকা বলে জানান সংশ্লিষ্টরা।

আরও খবর