নিজস্ব প্রতিবেদক •
কক্সবাজার সমুদ্র সৈকতে মোঃ মামুনুর রশীদ (৪০) নামে পরযটকের হারিয়ে যাওয়া ১১ হাজার টাকাসহ মালামাল উদ্ধার করেছে কক্সবাজার ট্যুরিস্ট পুলিশ।
রোববার রাতে এসব এসব মালামাল উদ্ধারের পর পর্যটকের কাছে ফিরিয়ে দেওয়া হয়।
ট্যুরিস্ট পুলিশ সূত্র জানিয়েছে, ঢাকার গাজিপুর থেকে আসা পর্যটক মোঃ মামুনুর রশীদ সৈকতের সুগন্ধা পয়েন্টে বেড়াতে গিয়ে নগদ ১১ হাজার টাকা, ড্রাইভিং লাইসেন্স, পরিচয়পত্রসহ একটি মানিব্যাগ হারিয়ে ফেলেন।
বিষয়টি ট্যুরিস্ট পুলিশকে অবহিত করা হলে এস আই (নিঃ) মোঃ এরশাদ হোসেনের প্রচেষ্টায় প্রায় ৩ ঘন্টা খোঁজাখুজি করে হারিয়ে যাাওয়া মালামাল উদ্ধার করে ট্যুরিস্ট পুলিশ। পরে তা ওই পর্যটকের কাছে ফিরিয়ে দেওয়া হয়।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-