কক্সবাজার জেলা আইনজীবীর সমিতির নির্বাচনে...

নবনির্বাচিত সভাপতিকে তিন তরুণ আইনজীবীর শুভেচ্ছা

বার্তা পরিবেশক •

 

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে এডভোকেট ইকবালুর রশিদ আমিন সোহেলসহ নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন এডভোকেট রাশেদুল ইসলাম মুন্না, এড.মাসুদ কায়সার ও এড. ওসমান সরওয়ার।

এক অভিনন্দন বার্তায় এড. মাসুদ কায়সার বলেন- আমরা আশা করি নির্বাচিত নেতৃত্বের হাতধরে কক্সবাজার জেলা আইনজীবী সমিতি আরো সমৃদ্ধি লাভ করবে এবং আইনজীবীদের ভোটে নির্বাচিত নেতৃত্ব তাদের ভোটারদের প্রত্যাশা পূরণে সফল হবেন।

এড. রাশেদুল ইসলাম মুন্না বলেন, নবনির্বাচিত সভাপতি আমাদের তরুণ ভোটারদের কথা বিবেচনা করে উন্নয়নের ধারা অব্যাহত রেখে কক্সবাজার জেলা আইনজীবী সমিতিতে আরও উন্নয়ন বৃদ্ধি করে নতুন উচ্চতায় নিয়ে যাবেন—এমনটা প্রত্যাশা।

এড. ওসমান সরওয়ার বলেন, নবনির্বাচিত পরিষদ আইনজীবীদের সার্বিক উন্নয়ন ও অগ্রগতির ক্ষেত্রে কাঙ্খিত অবদান রাখার পাশাপাশি তাদের ন্যায়সঙ্গত দাবি আদায়ে অগ্রণী ভূমিকা রাখতে সক্ষম হবে বলে আশাবাদ ব্যক্ত করছি।

আরও খবর