বান্দরবানে বাবা ও ৪ ছেলেকে কুপিয়ে হত্যা

বান্দরবান প্রতিনিধি •

গ্রামবাসীর সঙ্গে বিরোধের জেরে বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পাহাড়ে এক পাড়াপ্রধান এবং তার চার ছেলেকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

রুমা উপজেলার দুর্গম গালেঙ্গ‍্যা ইউনিয়নের আবু ম্রো পাড়া এলাকায় বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আবু ম্রো পাড়ার পাড়া প্রধান (কারবারি) লুং ই ম্রো (৭০), তার ৪ ছেলে রুনতুই ম্রো (৩৫), রেং ই ম্রো (৩০), মেওয়াই ম্রো (২৫) ও রিংরাও ম্রো (২০)। নিহত চার ভাইয়ের মধ্যে রিংরাও ম্রো ছিল কলেজের ছাত্র।

স্থানীয়দের বরাতে গালেঙ্গ‍্যা ইউপি চেয়ারম্যান মেনরত ম্রো জানান, বৃহস্পতিবার রাতে ওই পাড়ায় একটি সালিশ বৈঠক চলাকালে কথা কাটাকাটির এক পর্যায়ে উত্তেজিত পাড়ার লোকজন ওই পাঁচজনকে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করেন।

তিনি আরও বলেন, পাড়ার লোকজনের অভিযোগ- পরিবারটি পাড়ার মধ্যে দীর্ঘদিন থেকে দ্বন্দ্ব সংঘাত লাগিয়ে আসছিল। এতে পাড়ার লোকজন ওই পরিবারের ওপর ক্ষুব্ধ ছিল।

খবর পেয়ে শুক্রবার রুমা থানার পুলিশ ঘটনাস্থলের দিকে গেছে বলেন জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাসেম।

এদিকে স্থানীয় একটি সূত্রে জানা গেছে, পাড়াপ্রধানের পরিবার এলাকায় জাদুটোনা করছিল বলে বাসিন্দাদের অভিযোগ। এ নিয়ে এই পরিবারের ওপর পাড়াবাসির দীর্ঘদিনের ক্ষোভ ছিল। তাছাড়া সম্প্রতি জুমক্ষেতের সীমানা নিয়েও পাড়ার লোকজনের সঙ্গে তাদের বিরোধ লাগে। এর জেরেই তাদের হত্যা করা হয়।

আরও খবর