রোহিঙ্গা ক্যাম্পে আবারও আগুন!


ইমরান আল মাহমুদ:
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শুক্রবার(২৫ ফেব্রুয়ারি) দুপুরে উখিয়ার ট্রানজিট ক্যাম্প-৭ এর পুলিশ বক্সের পাশে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শী ইব্রাহীম আজাদ জানান,শুক্রবার দুপুর ১২টার পর ক্যাম্প-৭ এর পুলিশ বাক্স সংলগ্ন ফ্রেন্ডশীপ হাসপাতালের আংশিক পুড়ে যায় এবং ৭-৮টি দোকান পুড়ে যায়। তবে ফায়ার সার্ভিসের টিম আসলে তাদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান তিনি।

তবে তাৎক্ষণিক অগ্নিকাণ্ডের সূত্রপাত জানা যায়নি বলে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন।

আরও খবর