গভীর রাতে রোহিঙ্গা শিবিরে অভিযান: ইয়াবাসহ আটক ২


ইমরান আল মাহমুদ,উখিয়া:
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে ৬হাজার ২শ ২০পিস ইয়াবাসহ দুজন রোহিঙ্গাকে গ্রেফতার করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন(এপিবিএন) সদস্যরা। গ্রেফতার রোহিঙ্গারা হলেন ক্যাম্প-১৯ এর ডি-১ ব্লকের মৃত নাজির হোসেনের ছেলে মৌলভি কাসিম (৪০) ও ডি-৩ ব্লকের মৃত আবুল হাসেমের ছেলে সৈয়দ হোসেন(২৬)।

শুক্রবার(২৫ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেন ৮এপিবিএন অতিরিক্ত পুলিশ সুপার(মিডিয়া) মো. কামরান হোসেন।

তিনি জানান,গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ২টায় ক্যাম্প-১৯ এর ডি-১ ব্লকের মৌলভী কাসিমের বসতঘরে অভিযান চালিয়ে ৬হাজার ২২০পিস ইয়াবা সদৃশ এমফিটামিন ট্যাবলেটসহ দুজনকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতার আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান তিনি।

আরও খবর