গিয়াস উদ্দিন ভুলু, কক্সবাজার জার্নাল •
প্রবালদ্বীপ সেন্টমার্টিনে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে বিপুল পরিমান বিদেশী মদ ও বিয়ারের চালান উদ্ধার করেছে কোস্টগার্ড। তবে এ অভিযানে কাউকে আটক করতে পারেনি তারা।
২৪ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) বিকালের দিকে অভিযানের সত্যতা নিশ্চিত করেন বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার আব্দুর রহমান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ডের চৌকস আভিযানিক দল সেন্টমার্টিনের ছেড়াদ্বীপ সংলগ্ন সাগর এলাকায় পরিচালনা করে দ্বীপ সংলগ্ন কেওড়া বনের ভিতর অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৮৩২ বোতল মদ ও ২০৫২ ক্যান বিয়ার ৭০টি বস্তা উদ্ধার করতে সক্ষম হয়।
তিনি আরও বলেন, উদ্ধারকৃত বিদেশী মদ ও বিয়ার পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-