কক্সবাজারে ৮৫টি পাসপোর্টসহ জালিয়াতি সদস্য আটক: পালালো নজির!

নিজস্ব প্রতিবেদক •

কক্সবাজারের ঈদগাঁওতে ৮৫টি বিভিন্ন নামের বাংলাদেশী পাসপোর্টসহ একজনকে আটক করেছে র‍্যাব। এ সময় ৯টি সীলমোহর, ২টি স্টাম্প প্যাড এবং ৩টি বাণিজ্যিক ব্যাংকের চেক উদ্ধার করা হয়।

রোববার (২০ ফেব্রুয়ারি) রাতে ঈদগাঁও বাজারের বাঁশঘাটা রোডের মোক্তার মার্কেট প্লাজার দ্বিতীয় তলায় ‘সাউথ ওভারসীজ’ নামক প্রতিষ্ঠানের র‍্যাব-১৫ এর একটি টিম এক অভিযান চালিয়ে এসব অবৈধ মালামাল উদ্ধার করে।

আটক আবদুল জলিল (৩৫) ঈদগাহ উপজেলার পোকখালী ইউনিয়নের ইছাখালীর আবদুল জব্বারের ছেলে।

সোমবার র‍্যাব-১৫-এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মো: বিল্লাল উদ্দিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অভিযান চলাকালীন টের পেয়ে ইসলামাবাদের বোয়ালখালীর মৃত তাজুল মুল্লুকের পুত্র নজির হোসেন ভূট্টো (৪৫) কৌশলে পালিয়ে যায়। ধৃত আবদুল জলিল ও পলাতক নজির হোসেন ভূট্টো পরস্পর যোগসাজশ করে এনআইডি তৈরী, পাসপোর্ট, সীলমোহর ইত্যাদি নিয়ে মানুষের সাথে প্রতারণা করতো বলে জানায় র‍্যাব।

ধৃত আবদুল জলিলকে ঈদগাহ থানায় সোপর্দ ও সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আদালতে চালান দেয়া হয়েছে

আরও খবর