ইয়াবার ভাগ বাটোয়ারা দেখে ফেলায় দুই রোহিঙ্গা কিশোরকে গুলি

উখিয়া প্রতিনিধি •

ইয়াবা ট্যাবলেট ভাগ বাটোয়ারা করার ঘটনা দেখে ফেলায় দুই কিশোরকে গুলি করেছে সন্ত্রাসীরা। গুরুতর আহত দুই কিশোরকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে গতকাল রোববার বিকেল সাড়ে ৪ টার দিকে উখিয়ার কুতুপালং ১/ইষ্ট লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পে।
স্হানীয় প্রত্যক্ষদর্শী রোহিঙ্গারা জানান, ক্যাম্পগুলোতে অবৈধ ইয়াবা ও অস্ত্র ব্যবসায়ীদের হাতে সাধারণ রোহিঙ্গারা জিম্মিদশায় জীবন কাটাচ্ছে। ওরা নানা গুরুতর অপরাধ করলেও কেউ দেখতে ও বলতে সাহস করে না। দুর্ঘটনা বশত কেউ যদি দেখে ফেলে তাহলে তার রেহাই নেই।

রোহিঙ্গাদের মতে, গতকাল রোববার আসরের সময় লম্বাশিয়া ১/ ইষ্ট ক্যাম্পের এফ/ ১ বøকের একটি ঘরে ইয়াবার বড় ধরনের চালান ভাগ বাটোয়ারা করার সময় দুই রোহিঙ্গা কিশোর দেখে ফেলে। রোহিঙ্গা ইয়াবা ব্যবসায়ী ও একটি উগ্রবাদী সংগঠনের সদস্য নুর কাশেমের ছেলে আবুল হাশিম (২৯) ২/৩ জন রোহিঙ্গা মাদক ব্যবসায়ী টের পেয়ে উক্ত কিশোরদের পিস্তল দিয়ে গুলি করে।

১৪ এপিবিএন পুলিশের অধিনায়ক মোঃ নাইমুল হক বলেন, ৩/৪ জন সশস্ত্র মাদক কারবারী সন্ত্রাসী ইয়াবা ব্যবসাকে কেন্দ্র করে দুই রোহিঙ্গা কিশোরকে মাথায় গুলি করে পালিয়ে যায়। গুলিবিদ্ধ ১/ ইষ্ট ক্যাম্পের এফ-১ বøকের সাব্বির আহাম্মদের ছেলে মোঃ জমির (১৫) ও মধুরছড়া ৪ নং ক্যাম্পের জলিলের ছেলে নজিমুল্লাহ (১৪) কে দেশীয় আগ্নেয়াস্ত্র পিস্তল দিয়ে মাথায় গুলি করে গুরুতর আহত করে।

গুলির শব্দ তৎক্ষনাৎ লম্বাশিয়া ক্যাম্পের এপিবিএন পুলিশ ঘটনা স্থলে উপস্থিত হয়। ঘটনাস্থল থেকে আহত দুই রোহিঙ্গা কে উদ্ধার করে স্থানীয় আইওএম হাসপাতালে প্রেরন করে। আহতদের উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তাদের একজনের অবস্থা আশঙ্কাজনক বলে তিনি জানান।

এপিবিএন অধিনায়ক বলেন, পুলিশের উপস্থিতি টের পেয়ে দুস্কৃতিকারীরা পালিয়ে যেতে সক্ষম হয়। পুলিশ ঘটনাস্থল হতে ১ টি দেশীয় আগ্নেয়াস্ত্র পিস্তল উদ্ধার করছে।

প্রাথমিকভাবে ঘটনার সাথে জড়িত রোহিঙ্গা দুস্কৃতিকারী হাশিমকে সনাক্ত করা হয়েছে। ঘটনাস্থলের আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।আসামীদের গ্রেফতারে পুলিশের অভিযান চলমান রয়েছে বলে তিনি জানান।

আরও খবর