টেকনাফে মালবাহী গাড়ী থেকে ৪ কোটি টাকার ইয়াবাসহ যশোরের মাদক কারবারী আটক

গিয়াস উদ্দিন ভুলু, কক্সবাজার জার্নাল •


টেকনাফে কর্মরত কোস্ট গার্ড মালবাহী একটি কাভার্ড ভ্যান থেকে এক লাখ ৩৩ হাজার ইয়াবা উদ্ধার করেছে। এসময় পাচারে জড়িত আজমীর আলী নামে এক মাদক কারবারীকেও আটক করছে।

১৯ ফেব্রুয়ারি (শনিবার) দুপুরের দিকে বাংলাদেশ কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার খন্দকার মুনিফ তকি অভিযানটির সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের তথ্য অনুযায়ী ১৯ ফেব্রুয়ারী ভোর রাত ৪টার দিকে টেকনাফে বিসিজি স্টেশন শাখায় দায়িত্বরত কর্মকর্তা লেঃ কমান্ডার সৈয়দ তৈমুর পাশা’র নেতৃত্বে টেকনাফের নাইট্যংপাড়া এলাকা সংলগ্ন বাস টার্মিনাল এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা কালে প্রধান সড়কে মালবাহী একটি কাভার্ড ভ্যান গাড়ীর গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড’র অভিযানিক দল গাড়ীটিকে দাঁড়ানোর জন্য সংকেত দেয়।

পরবর্তীতে কাভার্ড ভ্যানটি তল্লাশী করে ১ লাখ, ৩৩ হাজার ইয়াবা উদ্ধার করে এবং কৌশলে পালিয়ে যাওয়ার সময় যশোর জেলা বেনাপুর এলাকার আজগর আলীর পুত্র মো: আজমীর আলী (৩১) কে আটক করতে সক্ষম হয় কোস্টগার্ড।

তিনি আরও বলেন, জব্দকৃত ইয়াবার চালান, কাভার্ড ভ্যান এবং আটক মাদক পাচারকারীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও খবর