সাবেক এমপি শাহাজাহান চৌধুরীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শুক্রবার এক বিশাল স্ট্যাটাসে সুলতান মাহমুদ জানিয়েছেন অনেক অজানা কথা। কক্সবাজার জার্নাল পাঠকদের জন্য সেই স্ট্যাটাস হুবহু তুলে ধরা হলো-
মজলুম জননেতা শাহজাহান চৌধুরী। আপনি মাত্র ২৭ বছর বয়সে মহান স্বাধীনতার ঘোষক শহীদ জিয়ার হাত ধরে উখিয়া, টেকনাফ ও রামু উপজেলার নির্বাচিত এমপি ও প্রতিমন্ত্রী মর্যাদায় হুইপ, আপনি বিএনপির প্রতিষ্ঠালগ্নে কক্সবাজারে সংগঠনের বীজ বপন করেছিলেন।
উখিয়া টেকনাফে বিদ্যুতায়ন আপনিই প্রথম করেছিলেন, টেলিফোন আপনার আমলেই উখিয়ায় এসেছিল, উখিয়া ও টেকনাফ কলেজ আপনিই প্রতিষ্টা করেছিলেন, অসংখ্য উচ্চ বিদ্যালয়, মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয় আপনার সহযোগিতায় সুসজ্জিত ভবন ও সাইক্লোন সেন্টার প্রতিষ্টিত।
উখিয়া টেকনাফের প্রায় রাস্তাঘাট আপনার আমলেই প্রশস্থ ও দৃষ্টি নন্দন হয়েছিল। কক্সবাজারের স্বপ্নের মেরিন ড্রাইভ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আমলে করার সময় আপনিই অগ্রণী ভুমিকা রেখেছিলেন, আপনি আমার মত নগন্য অনেক কর্মীকে নেতা বানিয়ে ছিলেন, অনেক কে বিভিন্ন পদে মহিয়ান করছিলেন কিন্তুু আপনার দুঃসময়ে, দলের দুসঃময়ে অনেকে আপনাকে ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে গিয়েছেন কিন্তুু আমি এবং আমার পরিবার একদিনের জন্য ও আপনার কাছ থেকে দূরে যাই নাই, বিএনপির রাজনীতি করতে গিয়ে আমি ও আমার গ্রামের সর্বোপরি গ্রামবাসী এমনকি ,আমার দশম শ্রেণীর পড়ুয়া ছেলেও অষ্টম শ্রেণী পড়ুয়া ছোট ভাই এবং অসংখ্য ভাতিজা মামলার আসামী। এরপরও আমরা আপনার বহুগুণে গুণান্বিত গুণাবলীতে আস্হাশীল, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বের প্রতি আস্হাশীল, কক্সবাজারের সিংহ পুরুষ বিএনপির জাতীয় স্হায়ী কমিটির সদস্য জননেতা সালাহ উদ্দিন আহমেদ এর নেতৃত্বের প্রতি আস্হাশীল।
উখিয়া টেকনাফ এর বিএনপির সকল নেতৃবৃন্দ আপনার মত যোগ্য নেতৃত্ব পেয়ে সত্যি ধন্য, আপনি এ বয়সে কক্সবাজার জেলা বিএনপি এবং উখিয়া টেকনাফের জনগণ কে যে ভাবে সময় দিচ্ছেন তা বিরল দৃষ্টান্ত, এ দুঃসময়ে আপনার সুদীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা বিএনপি পরিবারের জন্য অপরিসীম।
আপনি আরও শতবছর বেঁচে থাকুন এই কামনা করছি, উখিয়া, টেকনাফের সকল বিএনপি নেতৃবৃন্দের প্রতি আহবান আসুন সকলে মিলে শাহ জাহান চৌধুরীর হাতকে শক্তিশালী করার মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করি এবং দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করি,আমীন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-