টেকনাফে ঝাঁকে ঝাঁকে ইলিশ

টেকনাফ প্রতিনিধি •

টেকনাফ-সেন্টমার্টিন উপকূলে গত দুদিন ধরে জেলেদের জালে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ। বিশেষ করে বঙ্গোপসাগরের শাহ পরীর দ্বীপ, সাবরাং, লম্বরী ও সেন্টমার্টিনের বিভিন্ন ফিশারি ঘাটে ব্যস্ত সময় পার করছেন জেলে ও মৎস্য শ্রমিকরা।

গত বুধবার বিকেলে টেকনাফ সদর ইউনিয়নের উত্তর লম্বরী ঘাটের জেলে তজিল আহমদ অলুর দুটি জালে ধরা পড়েছে প্রায় ৪০০ ইলিশ মাছ। যা এক লাখ ২০ হাজার টাকায় ঘাটেই বিক্রি করে দেন তিনি। এভাবে গতকাল বৃহস্পতিবার বিকেলেও টেকনাফের কায়ুখখালী ফিশারিঘাটে সেন্টমার্টিন, শাহপরীর দ্বীপ ও সাবরাং থেকে প্রচুর পরিমাণ ইলিশ মাছ আনা হয়।

তবে মাছের সাইজ ৪শ’ থেকে ৭শ’ গ্রামের মত হওয়ায় তেমন দাম পাওয়া যায়নি। আরেক ব্যবসায়ী মোহাম্মদ শফিক বলেন, এখানে বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়া জেলেরা গত কয়েক দিনে প্রচুর ইলিশ নিয়ে এসেছেন। তবে মাছগুলোর সাইজ এক কেজির নিচে। ফলে এসব মাছের দাম কেজি ৬/৭ টাকায় কিনে নিয়ে ব্যবসায়ীরা কক্সবাজারসহ বিভিন্ন এলাকায় বিক্রি করেছেন। কেউ কেউ ভালো দাম পাওয়ার আশায় কোল্ড স্টোরেজ করে রেখেছেন।

এ ধরনের ইলিশ মাছ বেশ সুস্বাদু বলে জানান টেকনাফ পৌরসভার সাবেক প্রশাসক এসএমএ ফারুক বাবুল। তিনি বলেন, গত বুধবার বিকেলে টেকনাফ বাজার থেকে সাড়ে পাঁচশ টাকা কেজি মূল্যে বেশ কিছু ইলিশ কিনে নিই। রাতে রান্না করে খেয়েছি। যা বেশ সুস্বাদু ছিল।

টেকনাফ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, টেকনাফ উপকূলে বেশ কয়েক দিন ধরে ইলিশ মাছ ধরা পড়ছে। তাছাড়া অন্যান্য সামুদ্রিক মাছও পাওয়া যাচ্ছে। সমুদ্রের ডিম পাড়ার সময় মাছ ধরা বন্ধ থাকায় এ বছর মৌসুম অনুযায়ী সামুদ্রিক মাছ ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে।

আরও খবর