রোহিঙ্গা নেতা আবুল কালাম হত্যাকাণ্ডে জড়িত দুজন গ্রেফতার!


ইমরান আল মাহমুদ,উখিয়া:
ক্যাম্পে রোহিঙ্গা নেতা আবুল কালাম হত্যা মামলার দুজন আসামিকে গ্রেফতার করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন(এপিবিএন) সদস্যরা। গ্রেফতারকৃতরা হলেন ক্যাম্প-২ ওয়েস্ট এ-১১ ব্লকের মৃত এজাহার মিয়ার ছেলে শামসু আলম(৪৬) ও ক্যাম্প-২ ইস্টের ডি-১ ব্লকের মৃত মো. হোসেনের ছেলে আব্দুল কাদের(২৬)।

শুক্রবার(১৮ ফেব্রুয়ারি) রাতে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন ১৪এপিবিএন অধিনায়ক পুলিশ সুপার মো. নাইমুল হক।

তিনি জানান,গতকাল বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম এমরানুল হক মারুফ এর নেতৃত্বে বালুরমাঠ পুলিশ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল অভিযান পরিচালনা করে দুজন রোহিঙ্গাকে নিজ নিজ বসতঘর হতে আটক করে। তারা রোহিঙ্গা সাব মাঝি আবুল কালাম হত্যা মামলার এজাহারনামীয় আসামী এবং তাদের স্বভাব চরিত্র খারাপ। সাবমাঝি আবুল কালাম হত্যাকাণ্ডে প্রত্যক্ষভাবে জড়িত বলে প্রাথমিক তদন্তে জানা যায়।

গ্রেফতার আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণেরর জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

উল্লেখ্য,১৩ ফেব্রুয়ারি ভোরে ক্যাম্প-২ ইস্টে রোহিঙ্গাদের মারধরে সাব মাঝি আবুল কালাম কে হত্যা করে।

আরও খবর