কক্সবাজারে ওয়ারেন্টভূক্ত আসামীকে গ্রেফতার করল র‍্যাব

নিজস্ব প্রতিবেদক •

কক্সবাজার শহরের পাহাড়তলী এলাকা থেকে হাফেজ আহমদ (৩৫) নামে এক ওয়ারেন্টভূক্ত আসামীকে গ্রেফতার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৫)।

১৬ ফেব্রুয়ারি রাত দেড়টায় তাকে গ্রেফতার করা হয়।

ফেব্রুয়ারি শনিবার রাতে কক্সবাজার র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক এএসপি মো. বিল্লাল উদ্দিন গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করে জানান,আরও আটককৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও খবর