ডাকাতির প্রস্তুতিকালে কক্সবাজার সৈকত থেকে আটক ৫

নিজস্ব প্রতিবেদক •

কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্ট সংলগ্ন ঝাউবাগান এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে ৫ জনকে আটক করেছে ট্যুরিস্ট পুলিশ। এসময় তাদের কাছ থেকে বেশ কয়েকটি চাকু উদ্ধার করা হয়।

শনিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর ডাকাতির প্রস্তুতিকালে ঝাউবাগান এলাকায় একটি পরিত্যক্ত বিল্ডিংয়ের পেছন থেকে তাদের আটক করা হয়েছে।

আটকৃতরা হলেন- কক্সবাজার পশ্চিম লাহারপাড়া এলাকার মো. আবুল শমার ছেলে মো. জামশেদ (২০), আদর্শগ্রাম এলাকার মৃত রফিক উদ্দিনের ছেলে মো. ইফনুছ (৪৬), দক্ষিণ ডিককুল এলাকার মো. বশির আহমেদের ছেলে মো. ইয়াছিন (২২), পশ্চিম লারপাড়া এলাকার সৈয়দের ছেলে মো. হামিম (১৮) ও একই এলাকার আবু তাহের মিয়ার ছেলে মো. নিজাম (১৯)।

এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন আহমেদ।

তিনি জানান, আটকৃতরা ঝাউবাগান এলাকায় অবস্থান করে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সময় তাদের আটক করা হয়েছে। তাদের কাছ থেকে তিনটি চাকু উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

আরও খবর